ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরআগে শহরের বাজার ষ্টেশন মুক্তির সোপান কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন

এরপর স্থানীয় এমপি ড. জান্নাত আরা হেনরী, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা পরিষদ, প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সরকারি বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া সরকারি বে-সরকারি অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

সিরাজগঞ্জ,মাতৃভাষা,পালিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত